সিলেটে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক মোখলেসুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, সদস্য জিতু সেন, আমেনা বেগম, অজিত রায় প্রমুখ।
এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (আউটসোর্সিং) শহিদুল ইসলাম রুবেল।
সমাবেশে বক্তারা বর্তমানে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের সমস্যা-সংকট ও দুর্দশার চিত্র তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, সরকার রাষ্ট্রায়ত্ব পাটকলকে বেসরকারি খাতে অর্থাৎ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের অংশ হিসাবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায় সমস্ত পাটকল বন্ধ করার ঘোষণা দিয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক ও জনবিরোধী সিদ্ধান্ত। শ্রমিকদের জীবনের অনিশ্চয়তা নিয়ে তারা মোটেও ভাবিত নয়।
Leave a Reply