সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদকে কামরানকে বিজয়ী করতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
সোমবার রাতে মহানগরীর মির্জাজাঙ্গালে আয়োজিত সংগঠনের এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আবদুল মোমেন ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়কারী অধ্যক্ষ সুজাত আলী রফিক। পরিচালনায় ছিলেন, জেলা আহ্বায়ক অধ্যাপক আব্দুল জলিল।
Leave a Reply