নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ই মেইল হ্যাকিংয়ে দেশী-বিদেশী লোক জড়িত। একটি সংঘবদ্ধ গোষ্ঠী এ কাজটি করেছে। এ বিষয়টি গভীরভাবে দেখতে হবে।
মঙ্গলবার রাতে সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের নাট্য প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, রিজার্ভ চুরির পর বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যেই হ্যাকিংয়ের এ ঘটনা ঘটেছে।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, হ্যাকিং ইদানিং বেড়ে গেছে এবং সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মিশন থেকে যথেষ্ট টাকা হ্যাকড হয়েছে।
Leave a Reply