নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ-এ ব্যাপারে কোন সন্দেহ থাকতে পারেনা। বরং বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন সূচকে কয়েকটি উন্নত দেশের কাতারে পৌঁছে গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ক্যাথল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবার কথা থাকলেও ৫ বছর আগেই হয়ে গেছে। এখন লক্ষ্য ২০৪১ সালে পরিপূর্ণ উন্নত রাষ্ট্র হওয়া। এক্ষেত্রে ৫ বছর আগে না হলেও নির্ধারিত সময়ে অবশ্যই লক্ষ্য পূরণ হবে।
তিনি বলেন, এখন জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে।
অর্থমন্ত্রী বলেন, অন্যান্য দেশ ৫০-৬০ বছরে যতটা এগোয় বাংলাদেশ ২০ বছরেই ততটা এগিয়ে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা আব্দুল মালিক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার ও জাতীয় অধ্যাপক ডা শাহেলা খাতুন ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা খন্দকার আব্দুল আউয়াল রিজভী। সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা এম এ রকিব। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক ডা আমিনুর রহমান লস্কর।
Leave a Reply