আবু তাহির, ফ্রান্স : ফ্রান্স বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানকে দেয়া রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক ফিরিয়ে নেয়া হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা যার আহবানে বাংলাদেশের লক্ষ কোটি জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তার পদক ছিনিয়ে নেয়ার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে।
সোমবার বাংলাদেশ দূতাবাসের সামনে ফ্রান্স বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি সাহেদ আলী, মমতাজ আলো, সানোয়ার হোসেইন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ জালাছুজ্জামান, ইলিয়াছ মুক্তি পরিষদের আহবায়ক মফিজ আলী, মুক্তিযোদ্ধা সম্পাদক ওমর গাজী, বিএনপি নেতা বকুল খান, স্বপন আহমদ, কানু মিয়া, আক্তারুজ্জামান সাগর প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষের মনের মণিকোঠায় জিয়াউর রহমানের নাম লেখা আছে। স্বাধীনতা পদক ছিনিয়ে নিয়ে সে নাম মুছে ফেলা সম্ভব নয়।
তারা অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান।
Leave a Reply