বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের সম্মেলন আয়োজন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারে রাজা ম্যানশনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সভাপতিত্বে ও সদস্য সচিব বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্মপরিচালক জ্যোতি মোহন বিশ্বাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এ্যাপেক্সিয়ান জি ডি রুমু, সিলেট মহানগর শাখার সভাপতি বিনয় ভূষণ তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, ব্যবসায়ী উত্তম ঘোষ, শিক্ষক নিহার রঞ্জন রায়, শিক্ষক পাচু মোহন বিশ্বাস ও ডা বিমল সরকার।
সম্মেলন প্রস্তুতি কমিটির পরবর্তী সভা একই স্থানে আগামী ৮ জানুয়ারি রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
সভায় নেতবৃন্দ ‘এক ধর্ম এক বর্ণ এক সমাজ এক সংস্কার’ এই লক্ষ্য-আদর্শকে সমুন্নত রেখে সকল সনাতন ধর্মাবলম্বীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply