গোয়াইনঘাট প্রতিনিধি : ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে বর্তমান সরকার আন্তরিক। কারণ প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকল্প নেই।
মঙ্গলবার দুপুরে তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের সম্পর্ক আরো গতিশীল করতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি এম লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় শুল্ক কর্মকর্তা শফিকুল ইসলাম, অতিরিক্ত শুল্ক কর্মকর্তা নাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো ইব্রাহিম, সাধারণ সম্পাদক আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো দেলওয়ার হোসেন, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ডৌবাড়ি ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমেদ, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি গোলাম নবী ভূঁইয়া নবু, ভারতের ডাউকী ব্যবসায়ী গ্রুপের উপদেষ্টা ডলি খংলা, ডাউকী কাস্টমস কর্মকর্তা অন্তনী ও আদিবাসী নেত্রী নেরুলা তেনসং।
সাংসদ ইমরান আহমদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সবশেষে ছিল দুই দেশের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক সহ বিশিষ্ট শিল্পীরা।
Leave a Reply