নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’। এই সাফল্যে প্রবাসী বাঙালিদেরও গৌরবোজ্জ্বল অবদান রয়েছে।
রবিবার দুপুরে মহানগরীর ধোপাদিঘির পাড়ে প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা আলতাফ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ, সিলেট এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে বদর উদ্দিন আহমদ কামরান আরো বলেন, আর পিছন ফিরে তাকাবার সুযোগ নেই। বাংলাদেশ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে প্রধানমন্ত্রীর পাঠ্যবই উপহার দেয়ার মধ্য দিয়ে ২০১৭ সালের যাত্রা শুরু হলো।
এ বছরটি ভালই যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবুল মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠক মোহাম্মদ বাদশা গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মনোরঞ্জন তালুকদার। পরিচালনায় ছিলেন সংগঠক মেহেদী কাবুল।
সংবর্ধিত আলতাফ হোসেনকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
Leave a Reply