সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের মেধা, শ্রম আর পরিশ্রমের বিনিময়ে জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া এখন সর্বত্র। এর সুফল শুধু শিক্ষক সমাজই উপভোগ করছেন না-পুরো জাতিই ভোগ করছে। বাংলাদেশ এখন ডিজিটাল থেকে আরেক ধাপ এগিয়ে স্মার্ট বাংলাদেশের পথে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের মন থেকে বিদেশমুখী প্রবণতা দূর করতে হবে।
দক্ষ মানবসম্পদ গঠনসহ দুনীতিমুক্ত আগামী প্রজন্মের বাসযোগ্য দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে তিনি আহবান জানান।
সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব শনিবার সকালে দক্ষিণ সুরমার সিলামে একটি রিসোর্টে সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল আয়োজিত ‘নতুন শিক্ষা শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনলাইন পারফর্মার শিক্ষক সম্মেলন-২০২৩ পারফর্মার সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ চৌধুরী মামুন আকবরের সভাপতিত্বে এবং সিলাম পিএল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অনলাইন স্কুলের এডিটর মো রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের এডমিন, সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড দিদার চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো রুহুল্লাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরির্দশক ড সৈয়দ মোয়াজ্জেম হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ (এপিপি), সেরা নেতৃত্ব এটুআই মো খুুরশেদুজ্জান আহমদ, শাহ মো অলিদুর রহমান ও শিক্ষক প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক জাহাঙ্গীর কবির আহম্মেদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো আব্দুল মন্নান খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো জাহাঙ্গীর আলম ও হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
সম্মেলনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং অন্যান্য জেলার অনলাইন শিক্ষক পারফর্মার অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply