নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশ এখন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যে অনুকরণীয় দৃষ্টান্ত। এত দ্রুত উন্নয়নের নজির বিশ্বের আর কোথাও নেই।
সিলেটে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বুধবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি মো কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও কর কমিশনার সৈয়দ মো আবু দাউদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে উন্নয়ন ও জনবান্ধব সরকার থাকলে যেকোন দেশ লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যেতে পারে।
বিশেষ অতিথি ডিআইজি মো কামরুল আহসান বলেন, দেশে এত উন্নয়ন হয়েছে যে, তিন দিনের এই মেলার মধ্য দিয়ে তা পুরোপুরি তুলে ধরা সম্ভব হয়নি।
বিশেষ অতিথি কর কমিশনার সৈয়দ মো আবু দাউদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের জন্যেই এত উন্নয়ন সম্ভব হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন বলেন, উন্নয়ন মেলার মাধ্যমে উন্নয়নের খবর মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী বলেন, দেশে উন্নয়ন হয়েছে বলেই উন্নয়ন মেলার আয়োজন সম্ভব হয়েছে।
Leave a Reply