মৌলভীবাজার প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ হাসান ফারুক বলেছেন, সিলেট অঞ্চলকে সরকার অন্যান্য এলাকা থেকে একটু বেশি প্রাধান্য দেয়। তাই মৌলভীবাজার শহরকে রক্ষার জন্য ১ হাজার ২শ কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে।
তিনি আরো বলেছেন, বাংলাদেশ এখন আর গরীব দেশ নয়। ১০ বছর আগে একটি জেলা সদরের জন্যে এত বড় প্রকল্প হাতে নেয়ার চিন্তাই করা যায়নি।
শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরের চাঁদনীঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চাল বিতরণ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী নিজামূল হক ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্ত্তী।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী মনু নদীর বাঁধ এলাকা পরিদর্শন করেন।
Leave a Reply