মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পথে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অনেকদূর এগিয়ে গেছে। বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নশীল দেশ হিসাবেও স্বীকৃতি লাভ করেছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মীসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সৈয়দা জেুবুন্নেছা হক। সভাপতিত্ব করেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত। সঞ্চলনায় ছিলেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা।
Leave a Reply