নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের কমিশনার মো জামাল উদ্দীন আহমেদ বলেছেন, বাংলাদেশ আর ভূখা-নাঙ্গাদের দেশ নয়, এই দেশ এখন অহংকারের দেশ। বছরের প্রথমদিন বিনামূল্যে শিক্ষার্থীদেরকে পাঠ্যবই উপহার দিয়ে বিশ্বের বুকে আরেকটি বিস্ময়ের সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লাগসই সিদ্ধান্তের কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবছর পাঠ্য বইয়ের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে দেশে শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়ছে।
জ্ঞান আহরণের মাধ্যমে জাতীয় পতাকা বহন করার ক্ষমতা অর্জনের জন্যে তিনি শিক্ষার্থীদের উপদেশ দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক মো কামরুল আহসান বলেন, নতুন বছরের প্রথম দিন পাঠ্য পুস্তক উৎসব বিশ্বের আর কোন দেশে নেই। এতে প্রমাণিত হয়, বাংলাদেশে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন বছরের প্রথম দিন নতুন বই প্রদানকে শিক্ষার্থীদের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নববর্ষের উপহার বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর মো আব্বাস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ। এছাড়া শিক্ষার্থীরা পাঠ্য পুস্তক উৎসব নিয়ে জারিগান পরিবেশন করে।
Leave a Reply