বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম-বিওয়াইসিএফ ও মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার সকালে মদন মোহন কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষচারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি ৭ বিএনসিসি ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ড তোফায়েল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজ সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মো মনিরুল ইসলাম, এম সি কলেজ প্লাটুনের কমান্ডার-২ লে মো হেলাল উদ্দিন, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামীম আহমদ, সিলেট জেলা আহবায়ক মো সারওয়ার আলম মিতুন, যুগ্মআহবায়ক এনায়েত হোসাইন, আমজাদ হোসেন চৌধুরী ও মো এহিয়া, যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম, সদস্য এমাদ আহমদ, মিলাদ হোসেন, মো মুবিন, এক্স সিইউও এনাম আহমদ, এক্স সিইউও আতিকুল ইসলাম, ক্যাডেট সার্জন শুভ চৌধুরী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply