NATIONAL
Chief Adviser's Press Secretary Shafiqul Alam said that Bangladesh is interested in developing relations with India
সংবাদ সংক্ষেপ
সিলেটে ভ্যাট দিবস পালিত || শুরু হয়েছে ভ্যাট সপ্তাহ-২০২৪ এসএমপির সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণকালীন যৌথ মহড়া অনুষ্ঠিত বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটক মাধবপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা জ্ঞাপন জুড়ীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন কোতয়ালি পুলিশ বন্দরবাজার থেকে ১২০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে সুদৃঢ় ঐক্যে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জকিগঞ্জে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সালেহ আহমদ নক আউট টুর্নামেন্টে লাখাই জিরুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার পলাতক আসামি অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও জেলা পুলিশের যৌথ অভিযানে ডাকাত সর্দার অস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ৯৭ লাখ টাকার চোরাচালানী মালামাল সহ আটক ২ ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের রোটারি ক্লাব অব হবিগঞ্জের ৩৩ তম অভিষেক || প্রধান অতিথি ছিলেন প্রাক্তন গভর্নর মাধবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

বাংলাদেশ ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম শুরু || শেষ হচ্ছে শনিবার

  • শনিবার, ২৭ আগস্ট, ২০২২

বাংলাদেশ ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম শুরু হয়েছে ঢাকায় সিরডাপ মিলনায়তনে। দু’দিনব্যাপী এ আয়োজন শনিবার, ২৭ আগস্ট শেষ হচ্ছে।
ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের আওতায় জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্সের একটি উদ্যোগ, যা একটি মাল্টি-স্টেকহোল্ডার, যুব ও যুব নারীদের-নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম । আয়োজক যৌথভাবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-বিআইজিএফ।
উদ্বোধনী অুনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন, বিটিআরসির ভাইস চেয়রম্যান সুব্রত রায মৈত্র। সভাপতিত্ব করেন, সংসদ সদস্য হাসানুল হক ইনু। সঞ্চালনা করেন, বিএনএনআরসির সিইও এ এইচ এম বজলুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন সৈয়দা কামরুন জাহান রিপা ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের মহাসচিব মোহাম্মদ আবদুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, আয়েশা লাবিবা (কিডস ইন্টারনেট গভর্নেন্স ফোরাম), আশরাফুর রহমান পিয়াস (বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স), ফারহা মাহমুদ তৃণা (কনভেনার, উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম) ও মো নজরুল ইসলাম (সিও, কার্নিভাল ইন্টারনেট)।
গ্রামীণ যুবকদের জন্য কার্নিভাল ইন্টারনেট নিয়ে আলোচনা করেন, মো তারেক মঈন উদ্দিন (ডিরেক্টর সেলস, অড্রা), ডিজিটাল ওয়েলনেস নিয়ে আলোচনা করেন, টি আই এম নূরুল কবির (সদস্য, গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিল, সাইবার পিস একাডেমি, অ্যাম্বাসেডর-ইন্ডাস্ট্রি 5.0) ও মো এমদাদুল হক (প্রেসিডেন্ট, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
প্রথমদিন এমপাওয়ারিং ইয়ুথ ফর স্মার্ট বাংলাদেশ সেশনে আলোচনা করেন, মো শাহারিয়ার হাসান জিসান (ন্যাশনাল কনসালটেন্ট, এটুআই, আইসিটি ডিভিশন) ও শরীফা আলম (টিম লিডার, স্টার্টআপ খুলনা, প্রকল্প সমন্বয়কারী), তরুণদের ডিজিটাল সচেতনতায় সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন, ফয়সাল আহমেদ ভুবন (সদস্য সচিব, বাংলাদেশ ইয়ুথ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম), হাসান জাকির (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম), মো তৌহিদ হোসেন (মহাসচিব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং)
বিশেষ অতিথি সুব্রত রায় মৈত্র বিটিআরসির উদ্যোগ এবং ডিজিটাল বাংলাদেশ ও ইন্টারনেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্টারনেট সাশ্রয়ী ও সহজলভ্য করার পাশাপাশি সবচেয়ে কম মূল্যে স্মার্ট ফোন জনসাধারণের নাগালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জনিয়ে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ইতোমধ্যেই ইন্টারনেটের ‘একদেশ একরেট’ চালু করা হয়েছে। দেশে উৎপাদিত মোবাইল ফোন ইতোমধ্যেই শতকরা ৯৬ ভাগ চাহিদা মেটানোর সক্ষমতা অর্জন করেছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য লাগসই ডিজিটাল সংযোগ ও ডিজিটাল ডিভাইস অপরিহার্য। ইন্টারনেট ও স্মার্ট ফোন শ্বাস–প্রশ্বাসের মতো। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় ইন্টারনেট এখন মানুষের জীবনধারায় অনিবার্য একটি বিষয় হিসেবে জড়িয়ে আছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি হচ্ছে ইন্টারনেট। কাউকে এ থেকে বঞ্চিত করা ঠিক নয়। তবে ইন্টারনেট ব্যবহারের খারাপ দিকও আছে আবাব খারাপ দিক থেকে রক্ষার উপায়ও আছে। সেটা থেকে ছেলেমেয়েদের সুরক্ষায় অভিভাবকদেরকেই ভূমিকা নিতে হবে। প্যারেন্টাইল গাইডেন্স ব্যবহার করে ইন্টারনেট শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। ইতোমধ্যে ২৬ হাজার পর্ণোসাইট ও ৬ হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। এটি চলমান প্রক্রিয়া।
ছেলে মেয়েদের ডিজিটাল দক্ষতা সম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘ইতোমধ্যেই প্রাথমিক স্তরে বই ছাড়া ডিজিটাল কনটেন্টের মাধ্যমে লেখাপড়ার ব্যবস্থা করেছি। দেশের ৮০০ প্রাথমিক বিদ্যালয়ে তা চালু করা হচ্ছে। আমি রাস্তাটা দেখালাম-অন্যরা তা অনুসরণ করবে। সন্তানদের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ না দিলে আগামী পৃথিবীতে তারা টিকে থাকার জন্য অযোগ্য হয়ে পড়বে।’
ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ব্যবহার বাড়ার পাশাপাশি মানুষ ইন্টারনেটের উচ্চগতিও এখন প্রত্যাশা করে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ২০০৬ সালে দেশে প্রতি এমবিপিএস ইন্টানেটের দাম ছিলো ৭৮ হাজার টাকা, ২০০৮ সালে তা ২৭ হাজার টাকা এবং বর্তমানে তা ৬০ মাত্র টাকায় নির্ধারিত হয়েছে। সে সময় দেশে মাত্র সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউদথ ব্যবহৃত হতো। এখন তা বেড়ে ৩৮শ জিবিপিএসে উন্নীত হয়েছে।
২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সামনের যুগের প্রযুক্তি হবে ফাইভ-জি। ২ জি কিছু দিন চলবে, থ্রি জি মোবাইল আমদানি ও উৎপাদন জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে। ফোর-জি হবে কমন প্লাটফর্ম। মোবাইল কলড্রপের টাকা গ্রাহকরা ফেরৎ পাবেন।
সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু এমপি বলেন, এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইন্টারনেট প্রযুক্তির প্রয়োগের প্রয়োজন হয় না। ইন্টারনেট প্রযুক্তি দেশে নতুন অর্থনীতির সুযোগ সৃষ্টি করেছে।
কৃষক-শ্রমিক, প্রবাসী ও গার্মেন্টেসের নারী কর্মীদের বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের সাথে যুক্ত হয়েছে আইটি তরুণ–তরুণী।
তিনি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।-সূত্র বিএনএনআরসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest