ইন্টারনেট দুনিয়ায় অংশীজনের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী ২৬-২৮ মে ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিডিসিগ। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের উদ্যোগে তিন দিনব্যাপী এই স্কুল চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত (Face to Face)। স্থান ; ওয়াই ডব্লিউসিএ মিলনায়তন, ৩/২৩ ইকবাল রোড, মোহাম্মদপুর।
প্রযুক্তি শিল্প ও ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞরা ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ডেটা সুরক্ষা ও গোপনীয়তা, ইন্টারনেট অফ থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি ও চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, টেকনিক্যাল কমিউনিটি, একাডেমিয়া, যুব ও মিডিয়ার স্টেকহোল্ডারদের যারা ইন্টারনেট গভর্নেন্স প্রক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহী তাদের স্কুলে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইন্টারনেট গভর্নেন্সের ৬ষ্ঠ বিডিসিগ-এ অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে ভিজিট করুন. http://bdsig.bangladeshigf.org/fellowship-application/ -সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply