‘ভালোবাসার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা টেলিভিশন চ্যানেল ‘ইন্টারএশিয়া টেলিভিশন’ আগামী ৭ জুন থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে।
সিঙ্গাপুর, লন্ডন, নিউইয়র্ক ও ঢাকা থেকে চারটি আলাদা বেজ-স্টেশনের মাধ্যমে পরিচালিত হবে চ্যানেলটি। শুরুর দিকে প্রতিদিন কয়েক ঘণ্টা করে সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তারা জানিয়েছেন, সার্ভার, ক্যাবল ও স্যাটেলাইট-এই তিনটি মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড। এশিয়াসেট সেভেন স্যাটেলাইটের মাধ্যমে চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। ফলে সম্প্রচারের শুরুতেই বিপুল সংখ্যক দর্শক দেখতে পাবেন ‘ইন্টারএশিয়া টেলিভিশন’। সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি হবে খুবই উন্নত। সেজন্য কারিগরি কাজ চলছে। সিঙ্গাপুর, লন্ডন, ঢাকা ও নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যবসায়ী, পেশাদার সাংবাদিক ও মিডিয়া হাউজের কর্ণধার রয়েছেন বিনিয়োগকারী হিসেবে। আর ঢাকার পুরো অপারেশনের দায়িত্বে আছেন সাংবাদিক ধীমন বড়ুয়া।
তিনি জানান, পরীক্ষামূলক সম্প্রচার হওয়ায় সবসময় অনুষ্ঠান দেখা যাবে না। ধীরে ধীরে সম্প্রচারের সময়সীমা বাড়ানো হবে।
Leave a Reply