বাংলাদেশ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অষ্টম ‘ইউজিসি অ্যাওয়ার্ড’ বুধবার প্রদান করা হবে।
ঐ দিন দুপুরে ঢাকায় ওসমানী মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষককে ২০১৪ ও ২০১৫ সালে প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ ও পুস্তকের জন্য ‘ইউজিসি অ্যাওয়ার্ড’ দেয়া হবে।
রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড আতফুল হাই শিবলী, চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, ট্রেজারার এ এফ মুজতাহিদ ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড তোফায়েল আহমদ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেবেন।
Leave a Reply