নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন (বিইউএমএ) সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে মহানগরীর আম্বরখানা পয়েন্টে করোনা প্রতিরোধে গণসচেতনতার জন্য ৬০০ মাস্ক বিতরণ করা হয়।
বিইউএমএর প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম মো লোকমান হেকিম ও কোষাধ্যক্ষ হাকীম মনির চৌধুরীর সার্বিক সহযোগিতায় এই মাস্ক বিতরণ করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিইউএমএর সাধারণ সম্পাদক হাকীম মো মনোয়ার হোসেন সোহেল, সহ সাধারণ সম্পাদক হাকীম মো শাহিদুর রহমান শাহিদ, সাংগঠনিক সম্পাদক হাকীম মো গোলাম কিব্রীয়া, মানবাধিকার কর্মী তৌরিছ মিয়া, জাহাঙ্গীর আলম ও বোরহান উদ্দিন ফাউজি।
Leave a Reply