ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের চার দিনের ম্যাচ সিরিজের দ্বিতীয়দিনে ৬৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। এছাড়া একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরি হয়েছে।
আগের দিন এক উইকেটের বিনিময়ে তোলা ৩৮ রান নিয়ে বৃহস্পতিবার সকালে খেলতে নামে বাংলাদেশ। দিন শেষে ৬ উইকেটে ৩২২ রান করে মাঠ ছাড়ে দল। এর মধ্যে সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ১০৮ রান। নাজমুল ইসলাম শান্ত করেন ৬৯ রান আর ৫১ রান করে অপরাজিত আছেন নূরুল হাসান সোহান।
আয়ারল্যান্ডের পক্ষে মিথ ও ম্যাক্রাইন ২টি করে উইকেট নেন।
Leave a Reply