নিজস্ব প্রতিবেদক : পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক বলেছেন, বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়-এখন উন্নয়নের অনুসরণীয় উদাহরণ। যে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ দিয়েছিলেন সেই দেশের রাষ্ট্রপ্রধানরাই উন্নয়নে বাংলাদেশকে অনুসরণ করতে বিশ্বের অনুন্নত দেশগুলোকে পরামর্শ দিচ্ছেন।
শুক্রবার রাতে সিলেট স্টেশন ক্লাব মিলনায়তনে রোটারি ক্লাব অব জালালাবাদের ৩৩ তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পিএসসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ভাতের অভাব দূর করেছে। এখন আর এদেশে কেউ না খেয়ে থাকেনা। তবে দারিদ্র পুরোপুরি দূর হয়নি। বেকারত্বও আছে।
তিনি বলেন, বাঙালিরা আলাদীনের আশ্চর্য প্রদীপ দিয়ে রাজপ্রাসাদ-রাজভোগ পেতে চায়না। ইশ্বরী পাটনীর ভাষায় প্রত্যাশা করে, তাদের সন্তান যেন দুধে-ভাতে থাকতে পারে।
ড মোহাম্মদ সাদিক বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে টাকা দেয়নি; কিন্তু প্রমাণ দিতে পারেনি দুর্নীতির। বাংলাদেশ এখন নিজের টাকায় স্বপ্নের পদ্মা সেতু তৈরি করছে। যেদিন পদ্মা সেতুর উপর দিয়ে বিশ্বব্যাংকের গাড়ি পার হবে সেদিন গোটা বাঙালি জাতি হাততালি দিয়ে তৃপ্ত হবে।
তিনি নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
পিএসসির চেয়ারম্যান অন্তত প্রতিমাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গল্পের আসরের আয়োজনের পরামর্শ দিয়ে বলেন, এই আসরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজেদের জীবনের গল্প বলবেন।
তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল চালু করতে রোটারিয়ান ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি জেলা ৩২৮২-এর গভর্নর নমিনি রোটারিয়ান অধ্যক্ষ আতাউর রহমান পীর ও এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ড তোফায়েল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক কমিটির চেয়ারম্যান ডা আব্দুস সালাম। প্রথম পর্বে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জালালাবাদের বিদায়ী সভাপতি রোটারিয়ান মোজাক্কির হোসেন কামালী। দ্বিতীয় পর্বের সভাপতি ছিলেন নতুন সভাপতি রোটারিয়ান হানিফ মোহাম্মদ।
এছাড়া বিদায়ী সম্পাদক রোটারিয়ান রোমেল এম এস রহমান নতুন সম্পাদক রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী এক কিশোর ও এক কিশোরীকে রোটারি ক্লাব অব জালালাবাদের পক্ষ থেকে কৃত্রিম পা সংযোজন করে দেয়া হয়।
Leave a Reply