নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে জঙ্গিবাদ ও আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, কোন এলাকায় যাতে জঙ্গিরা আস্তনা গড়তে না পারে সে জন্য বাসার মালিক ও পার্শ্ববর্তী এলাকার লোকদেরকে ভাড়াটিয়ার যাবতীয় তথ্যাদি সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোন ভাড়াটিয়ার চলাফেরায় কারো কোন সন্দেহ হয় তাহলে সাথে সাথে বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবগত করতে হবে।
মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানার উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, বাংলাদেশে যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তারা দেশের জঙ্গি। আইএস বা আর্ন্তজাতিক কোন জঙ্গি নয়। তবে বাংলাদেশে হামলার পরিকল্পনা আর্ন্তজাতিক ষড়যন্ত্র। বাংলাদেশে মীর জাফরের অভাব নেই। যারা ক্ষমতার বাইরে তারা সরকারের পতন চায়- দেশের উন্নয়ন চায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেলুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা মুশফিক হোসন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
Leave a Reply