নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে প্রত্যেক মানুষ যাতে সঠিকভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেজন্য আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। ধর্মীয় অনুশাসন অনুসরণ ছাড়া সমাজে শান্তি আসে না। তাই সবাইকে ধর্মীয় আদর্শ অনুসরণ করে চলতে হবে।
শনিবার সকালে হবিগঞ্জ জেলা সৎসঙ্গের উদ্যোগে স্থানীয় রাধামাধব আখড়ায় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯তম জন্মোৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি হবিগঞ্জ জেলা সৎসঙ্গের মন্দির নির্মাণের জন্য ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
জন্মোৎসব কমিটির সভাপতি অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র দাশ। অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন জন্মোৎসব কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র দেব ও নিরঞ্জন দেব। এছাড়া এসপিআর নিরঞ্জন চন্দ, এসপিআর দিপক রঞ্জন তালুকদার, এসপিআর সুকুমার দাশ, এসপিআর রতন কুমার দেব, এসপিআর নিশিকান্ত দাশ, এসপিআর ইন্দুভূষণ দাশ, অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, দীপ বনিক, বরুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জন্মোৎসব উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারকগ্রন্থ ‘সত্যের সন্ধানে’র মোড়ক উন্মোচন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল মজিদ খান।
Leave a Reply