নিজস্ব প্রতিবেদক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় জনবল, প্রযুক্তি ও অন্যান্য দিক দিয়ে এতটাই এগিয়েছে যে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে কারও কোনও অপকর্ম করার সাধ্য নেই।
তিনি আরও বলেছেন, বাংলাদেশে উগ্রবাদ-সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল হয়নি; কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। নতুন করে আর মাথা তুলতে পারবে না।
তবে উগ্রপন্থী ও জঙ্গিদের অপতৎপরতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে পুলিশ প্রধান এ ক্ষেত্রে শিক্ষক-অভিভাবকদেরকে প্রধান ভূমিকা পালনের আহ্বান জানান।
আইজিপি সোমবার, ১০ জুন (২৭ জ্যৈষ্ঠ) সিলেটে এন্টি টেররিজম ইউনিট বাংলাদেশ আয়োজিত ‘উগ্রবাদ-সন্ত্রাসবাদ দমনে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলেম ও সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
জেলা পুলিশ লাইন্সে শহীদ এসপি এম শাসসুল হক মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার প্রথম পর্বে মুখ্য আলোচক ছিলেন অতিরিক্ত আইজিপি (এন্টি টেররিজম ইউনিট) এস এম রুহুল আমিন। সভাপতিত্ব করেন ডিআইজি (প্রশাসন-এন্টি টেররিজম ইউনিট) মফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।
প্রধান অতিথি আইজিপি বলেন, বিশ্বজুড়ে শান্তির ধর্ম ইসলামের অনুসারী মুসলমানদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে।
মুখ্য আলোচক অতিরিক্ত আইজিপি (এন্টি টেররিজম ইউনিট) এস এম রুহুল আমিন উগ্রবাদের ইতিহাস তুলে ধরে বলেন, আদিকাল থেকেই জঙ্গি তৎপরতা শুরু। বাংলাদেশে তালেবানদের অনুসারীরা ১৯৯২ সালে হুজি ও ১৯৯৮ সালে জেএমবি গঠন করে জঙ্গিবাদী কর্মকাণ্ড শুরু করে।
কর্মশালার দ্বিতীয় পর্বে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলেম ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
এর আগে আইজিপি সিলেট পুলিশ লাইন্সে পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, সাবেক এক আইজিপির বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে, তদন্তে যা হয় তখন দেখা যাবে। তবে বাংলাদেশ পুলিশের মনোবল অটুট আছে। তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, পুলিশ একটি বিজ্ঞান-সেটা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ মানুষের প্রত্যাশার কাছাকাছি পৌঁছে গেছে।
Leave a Reply