নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা ও মহানগর শাখার সাংগঠনিক সভায় দেশে পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টেুরেন্ট এ সাংগঠনিক সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যক্ষ তনুজ কান্তি দে। প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন। পরিচালনায় ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর।
এছাড়া বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply