বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারপার্সন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার ও সংসদ উপনেতা পদে নারীর দায়িত্ব পালনে নারীর ক্ষমতায়ন হয়েছে বলা যায়। এছাড়া জেলা প্রশাসকসহ বড় বড় পদে এখন নারীরা কাজও করছেন; কিন্তু দেশে নারীর ক্ষমতায়ন কিছুটা হলেও এখন পর্যন্ত সমতায়ন হয়নি। অর্থাৎ নারীদেরকে এখনও সমতার বা সমান চোখে দেয়া হয়না।
বুধবার, ২০ সেপ্টেম্বর বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সমন্বয়কারী টিপু সুলতান, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি-তদন্ত মো রফিক, ব্যাংকার মো আব্দুল্লাহ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি ও অ্যাডভোকেট তাহমিনা খান। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। সঞ্চালনা করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী আরেফ আলী মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শায়লা খাতুন, এস এম সুরুজ আলী, অ্যাডভোকেট ইভা আক্তার তালুকদার, অপু চৌধুরী, আতাউর রহমান, আমিনুল ইসলাম, শামীম আহমেদ মহসিন, কুহিনুর আক্তার বেলী, শারমিন সুলতানা, নীলা নাগ, ঝুমুর সরকার, সালাউদ্দিন রনি, মনির হোসেন, সৈয়দা নাজমা আক্তার, সাইফুল ইসলাম, ফেরদৌস আরা সুমি, সাহেনা আক্তার, শুক্লা দত্ত, ফারজানা আক্তার ও তানিয়া আক্তার।
Leave a Reply