ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ প্রতিনিধিদল সুবিধা বঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনজীবনে মানুষের মধ্যে সৃষ্ট বিরোধের সহজ নিষ্পত্তি ও বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার, ইইউ ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে।
স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক দেবজিৎ সিনহার নেতৃত্বে ডেলিগেটস অফ দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের ইকোনমিক কো-অপারেশন সেকশনের এটাচি এন্ড প্রোগ্রাম ম্যানেজার এডওয়ার্ড পেসেনডরফার ও এটাচি এন্ড ফাইন্যান্স ম্যানেজার, ফাইন্যান্স, কন্ট্রাক্ট এন্ড অডিট সেকশন জোস রদ্রিগো রবিবার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ও বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের আওতায় বাস্তবায়নাধীন গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং উপকারভোগী সাধারণ জনগণের সাথে মতবিনিময় করে। এতে গ্রাম আদালত পরিচালনায় সমস্যা ও এর প্রয়োজনীয়তা সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধিদল বোয়ালজুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের শুনানি পর্যবেক্ষণ করে। এছাড়া গ্রাম আদালত সহকারীর কার্যক্রম এবং বালাগঞ্জ ইউনিয়নের চাঁনপুর গ্রামে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে অংশ নেয়।
পরিদর্শনকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের ইউএনডিপির জাতীয় প্রকল্প সমন্বয়ক সরদার এম আসাদুজ্জামান, বালাগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিছুর রাহমান, গ্রাম আদালত প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আওয়াল নাসিম, ইউএনডিপির লিগ্যাল স্পেশালিস্ট শিরিন সুলতানা লিরা, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আনহার মিয়া, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বাস্তবায়ন সহযোগী সংস্থা ব্লাস্টের প্রকল্প সমন্বয়ক ফাহমিদা সুলতানা, জেলা সমন্বয়কারী সাহিদা সুলতানা, উপজেলা সমন্বয়কারী মো মাহাবুবুল আলম, বোয়ালজুর গ্রাম আদালতের সহকারী রোহেনা বেগম, বালাগাঞ্জ গ্রাম আদালতের সহকারী শাহাব উদ্দিন শাহিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply