নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে লন্ডনে ‘প্রবাসী বাংলাদেশী কমিউনিটি : গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব ও কৌশল’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় সময় রাতে লন্ডনের মাইল এন্ড রোড ব্লু মুন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাহমিদ হোসেন খান, সহসেক্রেটারি আরিফ আহমদ ও মো আবু তাহেরের যৌথ পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কেন্দ্রীয় সহসভাপতি মো আসয়াদুল হক । সেমিনারে ভার্চুয়্যালি যুক্ত হয়ে ফ্রান্স থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক পিনাকী ভট্টাচার্য।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের চেয়ারম্যান ড এম হাসনাত হোসাইন এমবিই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, যুবদল নেতা আশিকুর রহমান আশিক, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মুনিম, ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, ক্ষমতায় আসা ও টিকে থাকার জন্য আওয়ামী লীগের মিথ্যা গল্পগুলোকে সফলভাবে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক বিশ্ব থেকে তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে।
প্রধান আলোচক প্রফেসর ড এম হাসনাত হোসাইন এমবিই বলেন, নিজের স্বার্থ বাদ দিয়ে দেশের কথা বলতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের মানুষকে জাগ্রত হতে হবে। তাহলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।
বিশেষ অতিথি শামসুল আলম লিটন বলেন, যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়, ক্ষমতাসীন সরকার বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি অলিউল্লাহ নোমান বলেন, সকল দলের গণআন্দোলন ছাড়া নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে না।
সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, দেশের মানুষের ট্যাক্সের টাকা ও প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশ পরিচালনা কবে। আওয়ামী লীগ সরকার এসে মানুষের সকল অধিকার হরণ করছে।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা আমিন চৌধুরী, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহসভাপতি আলী হোসাইন, সাবেক সভাপতি শামীমুল হক, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, এইছসিইউবির সভাপতি সৈয়দ মোজাক্কির আহমদ, জামায়াতে ইসলামী নেতা সাদেক আহমদ খান, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের নির্বাহী সদস্য আব্দুস সামাদ খান, মো ফরহাদ আলী, মো ইকবাল হুসেন, শেখ আবুল ফাত্তাহ, মো এবাদুর রহমান, মো আলম আহমদ, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মো সাইদুজ্জামান তারেক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো আমিনুল ইসলাম সফর, মো শাহাব উদ্দীন, রায়হান আহমদ, কাওছারুল আম্বিয়া, মানবাধিকার কর্মী শাহান বিন নিজাম, তারেক আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply