সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাবিশ্বে করোনা মহামারি চলছে। এই ভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। তবে সরকার দেশের মানুষকে রক্ষায় সবধরনের পদক্ষেপ নিয়েছে।
তিনি আরো বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা মহামারি বড়ধরনের ক্ষতি করতে পারেনি। কারণ সরকার আগে থেকেই দেশের মানুষকে সচেতন করতে এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরকে সুরক্ষা সামগ্রী দিতে পেরেছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারে জিআর ১০ কেজি চাল-ডাল বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, কেবল করোনা মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ বন্যায় নয়, প্রতিটি মুহূর্তে সরকার জনগণের পাশে আছে।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনয়িন পরিষদ চেয়ারম্যান মাসুদ মিয়া ও দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন।
Leave a Reply