নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের মানুষ অভাবনীয় দ্রুত গতিতে নিজের অবস্থার উন্নতি করছে। কমেছে পরনির্ভরশীলতা। এ ক্ষেত্রে নীতি নির্ধারণ সহ সকল প্রকার সহযোগিতা দিয়েছে সরকার। আর এই নীতি বাস্তবায়নে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরো বলেছেন, ভিক্ষুকের দেশ থেকে গত ১০ বছরে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকরা নিজ নিজ কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন।
সোমবার সিলেটে সকল আটাব সদস্যের বিমান টিকেট ইস্যুকরণ সংক্রান্ত ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন-আইএটিএর নিউ জেনারেশন পদ্ধতি চালুকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মহানগরীর ধোপাদিঘিরপাড়ে একটি অভিজাত হোটেলে আইএটিএ ও আটাব যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন, আটাব সভাপতি এস এন মনজুর মুরশেদ মাহবুব, সহ সভাপতি আসলাম খান, মহাসচিব আব্দুস সালাম আরেফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। সভাপতিত্ব করেন, আটাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিল।
Leave a Reply