নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে সংখ্যার দিক দিয়ে শিক্ষা অনেকদূর এগিয়ে গেছে। প্রশংসিত হচ্ছে সারা বিশ্বে। এখন গুণগত মান বাড়াতে হবে।
রবিবার সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক বিচারে পিছিয়ে থাকলেও নতুন প্রজন্ম মেধার দিক থেকে অনেক এগিয়ে।
তিনি বলেন, গতানুগতিক শিক্ষায় উন্নয়ন সম্ভব নয়। তাই বিশ্বমানের শিক্ষা প্রয়োজন। তাহলেই বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে।
নুরুল ইসলাম নাহিদ নতুন প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি ভালবাসা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ছেলেরা যাতে বিপথগামী না হয় এবং মেয়েদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়-সেই বিষয়টিকে সরকার এখন এক নম্বর অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, ছাত্রীদের নিরাপত্তার জন্যে সবাইকে নিয়ে সামাজিক চেতনা, আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা যায়না উল্লেখ করে তিনি জঙ্গিবাদ সম্পর্কে সজাগ থাকতে এবং সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা কেগম নার্গিসের উপর হামলাকারী বদরুল আলমকে অসভ্য, অমানুষ ও পশু বলে আখ্যায়িত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো হানজালা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহম্মদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।
Leave a Reply