নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বাংলাদেশে এখন আর কেউ একবেলাও না খেয়ে থাকেনা। কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এভাবেই এক এক করে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, করোনা বিপর্যয়কালে যেমনি দেশে তেমনি বিদেশে অনেকেই আশংকা প্রকাশ করেছিলেন, বাংলাদেশে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। অনাহারে মারা যাবে অনেক মানুষ; কিন্তু সেই আশংকা ভুল প্রমাণিত হয়েছে। মৃত্যুবরণ তো দূরের কথা-একবেলা কেউ অনাহারেই থাকেনি। সাম্প্রতিক ভয়াবহ বন্যার সময়ও প্রতিটি ঘরে পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়া হয়। ত্রাণের কোন সংকট হয়নি।
জেলা প্রশাসক বলেন, সমৃদ্ধ বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কৃষি উৎপাদন আরও বাড়াতে হবে। ফলাতে হবে সব ধরনের ফসল। এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা। এ জন্যে সরকার থেকে কৃষকদেরকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক/কিষাণীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আমজাদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পল্লীবিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার সজীব কুমার রায়, বিএডিসির সহকারী প্রকৌশলী (সেচ) মো হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শিরীন আক্তার, সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো আব্দুল খালিক, বিএডিসির উপসহকারী প্রকৌশলী (সেচ) মো সোহাগ মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শামসুদ্দিন আহমদ।
Leave a Reply