নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক-আইজি হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায়িত্ব লাভ করেছেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে বর্তমান আইজিপি ড বেনজীর আহমেদের অবসরের তথ্য জানানো হয়।
Leave a Reply