নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা দিবসে পরিবেশ সচেতনতা ও বৃক্ষ রোপণের জন্য তহবিল সংগ্রহ করতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ‘সবুজ মানবপ্রাচীর’ নামে মানববন্ধন গড়ার মাধ্যমে বিশ্ব রেকর্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্লোবাল ল থিংঙ্কারস সোসাইটি-জিএলটিএস আগামী রবিবার, ২৬ মার্চ বিশ্বের ৫টি মহাদেশের ১০টি দেশ অর্থাৎ ভারত, নেপাল, মেক্সিকো, পাকিস্তান, মালয়, আইভরিকোস্ট, হাঙ্গেরি, গাম্বিয়া, ক্যামেরুন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের ৮টি বিভাগের ৯ জেলায় (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও বরগুনা) ২৬ মিনিটের মানবপ্রাচীর তৈরি করার আহবান জানিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সর্বজনীন, অরাজনৈতিক, অলাভজনক ও দাতব্য সংস্থা জিএলটিএস বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সংযুক্ত ও বিশ্বকে সচেতন করতে ‘গার্ডিয়ান অফ দ্য আর্থ’ নামে এসজিডি লিডারশিপ মডেল প্রোগ্রাম প্রবর্তন করছে, যা ঐক্যবদ্ধভাবে জলবায়ু মোকাবেলায় জলবায়ু কর্মকাণ্ডে অংশ নিতে বিশ্বব্যাপী তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করবে।
‘পরিবেশ রক্ষা করুন এবং পরিবেশের সাথে মানুষের মূল সংযোগ তৈরি করুন’ এই লক্ষ্যে ও বর্তমান সময়ের পরিস্থিতিতে বাংলাদেশের পরিবেশ রক্ষার জন্য সংগঠনটি দেশব্যাপী এক মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছে।
বাংলাদেশে মানবপ্রাচীরের স্থান ও সময়সূচি হচ্ছে : ঢাকায় মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ের পাশে দুপুর ২টা থেকে বিকেল ৩টা, ময়মনসিংহে নাসিরাবাদ কলেজে সকাল ১০টা থেকে ১১টা, বরগুনায় উরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টা থেকে ১টা, চট্টগ্রামে সিআরবি চত্বরে দুপুর ২টা থেকে বিকেল ৩টা, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা, খুলনায় শহীদ হাদিস পার্কে দুপুর ২টা থেকে বিকেল ৩টা, রাজশাহীতে বিমান বন্দর চত্বরে দুপুর ২টা থেকে বিকেল ৩টা, রংপুরে স্কাউট ভবন সিটি বাজার রোডে দুপুর ২টা থেকে বিকেল ৩টা ও বরিশালে বেলস পার্কে দুপুর ২টা থেকে বিকেল ৩টা।
কর্মসূচিতে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত দেশের বিশিষ্টজন, জিএলটিএসের সঙ্গে সম্পৃক্ত ও সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, যুব ও যুব-মহিলা এবং গণমাধ্যম প্রতিনিধিগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply