নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এখনো দেশী-বিদেশী চক্রান্ত চলছে। একের পর এক ষড়যন্ত্র হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীগণ সহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনে সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগকে অনেক কাঠখড় পুড়িয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে হয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আইনজীবীদের রয়েছে বিরাট অবদান। দেশ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত রাখতে আবারো সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
তারা বলেন, মুজিবাদর্শের সৈনিকদের মধ্যে কোন দ্বন্দ্ব-বিরোধ নেই। সবাই এক। সকলকে এক হয়ে দেশের চলমান উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, দেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তাই নিশ্চিত হয়েছে ন্যায় বিচার। প্রশাসনও দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেটের পাবলিক প্রসিকিউটর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বাছেত মজুমদার, সদস্য সচিব সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসরাম সুজন, সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব আলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এম আমিনুদ্দিন।
Leave a Reply