নিজস্ব প্রতিবেদক : ভারতের আসাম প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সেভেন সিস্টার্স বলে পরিচিত রাজ্যগুলোর ব্যবসা-বাণিজ্যের আরো প্রসার ঘটাতে ভারত সরকার আন্তরিক রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেটে চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, ভারতের গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড শাহ মোহাম্মদ তানভির এবং বাংলাদেশের ব্যবসায়ী ও ভারতীয় প্রতিনিধি দলের সদস্যগণ।
মতবিনিময় সভায় দুই দেশের ব্যবসা-বাণিজ্যে বিরাজমান প্রতিবন্ধকতা সমূহ তুলে ধরা হয়।
Leave a Reply