NEWSHEAD

বাংলাদেশের সরকার ও জনগণ মোদীকে স্বাগত জানাবে : পররাষ্ট্র মন্ত্রী

Published: 03. Mar. 2020 | Tuesday

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীনতাযুদ্ধের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। বাংলাদেশের সরকার ও জনগণ তাকে সর্বেচ্চ সম্মান জানাবে।
মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ড এ কে আব্দুল মোমেন বলেন, অতিথিপরায়ণ বাঙালি জাতি অতিথিকে সম্মান জানাতে কোন কার্পণ্য করবেনা।
এসময় তার সাথে ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

Share Button
March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

দেশবাংলা