নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতির ইতিহাসের কিংবদন্তী পুরুষ সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান এই পার্লামেন্টারিয়ানের জীবনাবসান হয়।
এই খবর লেখার সময়ে রাজধানীর ঝিগাতলার যে বাসায় সারাক্ষণ নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে সরব থাকতেন সুরঞ্জিত সেনগুপ্ত সেখানে নিরব-নিথর হয়ে আছেন।
বিকেল ৩টায় মরদেহ নেয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সোমবার সকাল আনা হবে সিলেটে। এরপর সুনামগঞ্জ ও শাল্লা হয়ে নেয়া হবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রিয় জন্মস্থান দিরাইতে। সেখাইে কালনী পাড়ের মানুষ ভাটিবাংলার এই প্রাণ পুরুষকে শেষ বিদায় জানাবেন।
Leave a Reply