সিলেটে গোল্ডেন বাংলা ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের যুবকরা অসাধ্য সাধন করতে পারে বলেই একাত্তরে সাধারণ অস্ত্র দিয়েই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদেরকে পরাজিত করে জাতিকে লালসবুজের পতাকা উপহার দিয়েছিল। বর্তমান যুব সমাজকেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে অসাধ্য সাধনের আরেকটি প্রমাণ দিতে হবে।
সংগঠনের বিভাগীয় শাখা শনিবার দুপুরে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে এবটি অভিজাত হোটেলে এই আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব তরুণ-যুবকদেরকে অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে তথ্য প্রযুক্তির বিকাশে নিজেদেরকে সম্পৃক্ত করার উপদেশ দেন।
বিশেষ অতিথি সিলটিভির প্রধান নির্বাহী আল আজাদ নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার আহ্বান জানিয়ে বলেন, এই চর্চার মধ্য দিয়ে নিজের সঠিক পরিচয় জানা হবে।
প্রধান আলোচক গোল্ডেন বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার বলেন, দেশের যুব সমাজকে ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের উপযোগী হয়ে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় পরিচালক সেলিনা সৌরভী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শাকী শাহ ফরিদী। সভাপতিত্ব করেন, মফিজুর রহমান মফি। পরিচালনায় ছিলেন, আবু বকর পারভেজ ও নওশীন চৌধুরী শামা।
Leave a Reply