শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন বাংলাদেশের মুখের উদ্যোগে বিজয়ের আড্ডা ও সাংবাদিক শামসাদ হুসামের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর বারুতখানায় এই অাড্ডা ও সংবর্ধনার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন সিলটিভির পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি নিপু মল্লিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুখের সাধারণ সম্পাদক কবি নুরুন নাহার বেবী, জালাল উদ্দিন রুমী, নাট্যকর্মী সোহাগ যাদু, ফাতেমা জান্নান, জাকির শাহ প্রমুখ।
অনুষ্ঠানে রোটারিয়ান মাহবুবুল আলম মিলন সাংবাদিক শামসাদ হুসামকে তার লেখা বই উপহার দেন।
Leave a Reply