বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) বীরবিক্রম হেলাল মোর্শেদ খান বলেছেন, বাংলাদেশের বুকে যুদ্ধাপরাধীর কোন চিহ্নই থাকবে না।
রবিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেলাল মোর্শেদ খান বলেন, ওসমানীনগরের কৃতিসন্তান জেনারেল এম এ জি ওসমানীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তিনি সেই ঐতিহাসিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে আছেন।
তিনি আরো বলেন, ধারাবাহিকভাবে সকল যুদ্ধাপরাধীরই বিচার করা হবে-কেউ বাদ যাবেনা।
বুরুঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেক আহমদ লটইর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল আহমদ কনা, আওয়ামী লীগ নেতা পিনাকপাণি ভট্টাচার্য্য, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম কিবরিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, জেলা যুবলীগ নেতা কিবরিয়া আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, নিবাস চক্রবর্তী প্রমুখ।
Leave a Reply