এনা, নিউইয়র্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের জনগণ আবারো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা উন্নয়নের অগ্রদূত শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। তাই তাকে বিজয়ী করবে।
তিনি আরো বলেছেন, ইতোমধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অতীত কর্মকাণ্ড বিবেচনা করে আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমঙ্গল ছাড়া দ্বিতীয় কোনো বিষয় নিয়ে চিন্তা করেন না।
সোমবার রাতে নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আমেরিকান-বাংলাদেশী বিজনেস অ্যালায়েন্স-এবিবিএ এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।
এতে অর্থমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের উপর গুরুত্ব দেবে আওয়ামী লীগ। প্রার্থীদের অতীত কর্ম বিচার করে মনোনয়ন দেয়া হবে। যারা মানুষকে কষ্ট দিয়েছেন এবার তাদের বিচার হবে অন্যভাবে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থেই আওয়ামী লীগকে আবারো বিজয়ী হতে হবে।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে চুরি চাওয়া অর্থ ফেরত পাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সামান্য কিছু অর্থ ছাড়া পুরোটাই ফেরত পাচ্ছে বাংলাদেশ। এই চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। ভবিষ্যতে এমন চুরি ঠেকাতে বাংলাদেশে কাজ চলছে।
প্রবাসীদের নিয়ে যে আইন হয়েছে তা সংস্কার করা হতে পারে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ ব্যাপারে বিভিন্ন দেশে প্রবাসীরা তাদের যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারও এ ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।
এবিবিএর প্রেসিডেন্ট মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মো শাহনেওয়াজ, সদস্য সচিব বিলাল চৌধুরী, কো-কনভেনর এম এ হোসাইন সেলিম, উপদেষ্টা ডা মাসুদুল হাসান, জেবিবিএর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো প্রমুখ।
Leave a Reply