নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে আদালতে নিয়ে আসা হচ্ছে।
বিকেল সোয়া ৪টা নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, যেহেতু রাগীব আলীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেহেতু তাকে সরাসরি আদালতে নেয়া হবে।
আদালতের নির্দেশনা অনুসারেই রাগীব আলীর ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
এর আগে বিকেল পৌণে ৩টায় ভারতীয় পুলিশ বিএসএফের মাধ্যমে রাগীব আলীকে বিজিবির নিকট হস্তান্তর করলে বিবিজি তাকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়।
Leave a Reply