নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির চেয়ারম্যান ড মশিউর রহমান বলেছেন, সবকিছুর বিকল্প আছে; কিন্তু বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেছেন, শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে নির্ধারিত সময়ের চার বছর আগেই দেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি লাভে সক্ষম হয়েছে।
শনিবার সকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ‘উন্নয়ন রোডম্যাপ : সিলেট বিভাগ’ শীর্ষক বিভাগীয় সেমিনারে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ এর আলোকে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটির উদ্যোগে এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ বিভাগীয় সেমিনারের আয়োজন করা হয়। এর সঞ্চালনা করেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য সচিব সাংসদ টিপু মুন্সী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জী। সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল ইসলাম রুহেল। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।
Leave a Reply