সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে ও তার হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাতে মহানগরীর কদমতলিতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল মিলনায়তনে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যের তিনি এ কথা বলেন।
আসাদ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সঠিক নেতৃত্ব নির্ধারণে ভুল করে না। যে কর্মী দলের দুর্দিনে সাহসী ভূমিকা রাখে তাকে মূল্যায়ন করা হয়।
তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান।
ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মুকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য তৌফিক বকস লিপন।
ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এন ইসলাম ও যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হেলাল বকস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সদস্য অ্যাডভোকেট কিশোর কুমার কর, আবু মহসিন চৌধুরী মাসুদ ও অ্যাডভোকেট তারাননুম চৌধুরী।
আরও বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও ছাত্রলীগের সভাপতি জুনেল আহমদ।
সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুস সালাম সাহেদ ও সাধারণ সম্পাদক পদে বদরুল ইসলাম নির্বাচিত হন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply