নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন চিন্তা করা যায়না। তাই নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার নারীবান্ধব নানা কর্মসূচি বাস্তাবায়ন করছে।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রায় চা বাগানের নারীরাও পিছিয়ে থাকবেন না। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রাপ্য মজুরি নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।
অতিরিক্ত সচিব চা বাগান শ্রমিকদের নানা প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীকে জানাবেন বলেও নিশ্চিত করেন।
তিনি বলেন, এখন প্রতিটি প্রকল্প গ্রহণকালে দেখা হয়, তাতে নারীর অধিকার নিশ্চিত হয়েছে কিনা।
এছাড়াও নারীদেরকে অধিকার সচেতন ও স্বাবলম্বী করতে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে।
খাদিজা বেগম বলেন, যৌতুক ও বাল্যবিয়ের বিরুদ্ধে নারীদেরকে সোচ্চার হতে হবে।
তিনি করোনাকালে চা বাগান শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখায় ধন্যবাদ জানান।
শনিবার সিলেট মহানগরীর মালিনীছড়া চা বাগানে সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত মহিলা সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএর আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সিলেট ভ্যালির বিপুল সংখ্যক নারী অংশ নেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো জসীম উদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের অন্য সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চা শ্রমিক জনগোষ্ঠী লড়াই করেছে। উদ্দেশ্য ছিল, একটি সমৃদ্ধ ও সমতার বাংলাদেশ। নারী ও চা জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। নারী ও পুরুষের পারস্পরিক সহযোগিতায় প্রতিটি কাজ সম্পন্ন হয়-দেশ এগিয়ে যায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের মধ্যে নারীর ক্ষমতায়ন অন্যতম। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের নারীদের জন্য অনেক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে নারীর ক্ষমতায়ন জরুরি বলে মহাপরিচালক উল্লেখ করেন।
অতিথি সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটের অধিকার দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। তবে চা শ্রমিকদের জন্যে আরও অনেককিছু করতে হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার চা শ্রমিক সহ নারীদের উন্নয়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা চা শ্রমিকদের নানা প্রত্যাশার কথা তুলে ধরে আশা প্রকাশ করেন, এই প্রত্যাশা পূরণে সরকার অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি চা বাগান এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার দাবি জানান।
স্বাগত বক্তব্য দেন, সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) উজ্জ্বল শীল। আরও বক্তব্য দেন, নারী চা শ্রমিক বাবলী সবর ও মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত জিতেন সবর। দু’জনেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে এই সমাবেশে আসার জন্যে ধন্যবাদ জানান।
সমাবেশে চা শ্রমিক নারীদের জীবনমান উন্নয়নে সরকারের নানা উদ্যোগ, বর্তমানে চা শ্রমিক নারীদের নানা সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরা হয়।
চা শ্রমিক নারীরা দৈনিক মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নতকরণ ও তাদের শিশুদের জন্য বিনামূল্যে উচ্চশিক্ষা নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply