নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে অন্যান্য দেশে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
শুক্রবার সকালে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তা রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে সহায়তা করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবেনা। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে।
অনুদানের চেক বিতরণ : সিলেটে পররাষ্ট্র মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড আহমদ আল কবির, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন।
পররাষ্ট্র মন্ত্রী সিলেট সদর উপজেলার ৬০টি পরিবারকে ১০ হাজার টাকা করে ও ২০টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে অনুদান এবং ৭১টি পরিবারকে ১ বান্ডেল টিন ও ৩ হাজার টাকা করে প্রদান করেন।
Leave a Reply