আশিক রহমান, মিশিগান, আমেরিকা : বাংলাদেশী আমেরিকান ক্রিকেটারদের নিয়ে মোটরসিটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর শুরুতেই মোটরসিটি চ্যাম্পিয়নশিপের সভাপতি মোশারফ চৌধুরী ও সাধারণ সম্পাদক তায়েফুর রহমান, টুর্নামেন্টের প্রবর্তক ইফতেকার আহমেদ, টাইটেল স্পন্সর শোভা আমিন ও সাম আমিন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে মঞ্চে আমন্ত্রণ জানান উপস্থাপক শারমিন তানিম।
সংবাদ সম্মেলনে তায়েফুর রহমান জানান, খেলা শুরু হবে ১ সেপ্টেম্বর। ফাইনাল ৪ সেপ্টেম্বর। আবহাওয়াজনিত কারণে খেলা বিঘ্নিত হলে ৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এবারের আসরে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে, মিশিগান থেকে ৫টি, অন্যান্য স্টেট থেকে ৪টি ও সুদূর ইংল্যান্ড থেকে ১টি। সর্বমোট ২৩টি খেলা হবে।
এবারের টুর্নামেন্টে ৫৫ হাজার ডলার প্রাইজমানি থাকছে।
Leave a Reply