নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগতে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সরকারি আলিয়া মাদরাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে নেতার অভাব নেই; কিন্তু ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতারাই সাংগঠনিক দায়িত্ব পাবেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগে নেতা এত বেশি যে, পোস্টার লাগানোর জন্যে কোন কর্মী পাওয়া যায়না। লোক ভাড়া করতে হয়।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সভাপতিত্ব করেন, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। আরো বক্তব্য রাখেন, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
সম্মেলনে জেলা সভাপতি পদে প্রবীণ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং মহানগর সভাপতি পদে মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়।
Leave a Reply