নিজস্ব প্রতিবেদক : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রদিপাদ্য নিয়ে শনিবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
প্রথমদিন ছিল, প্রচারণা ও সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় মৎস্য কার্যালয়ের উপপরিচালক মো আনোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক আল-মিনান নূর। জেলা মৎস্য বিভাগের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, জেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো আরিফ হোসেন।
জেলা মৎস্য ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।
সপ্তাহের দ্বিতীয়দিন রবিবারের কর্মসূচিতে রয়েছে, সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা, সকাল ১০টা ৩০ মিনিটে চাঁদনীঘাটে সুরমা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল ১০টা ৪৫ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিকেল ৩টায় সদর উপজেলার শিবেরবাজারে মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। এছাড়াও প্রতিদিন নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটের মাটি ও পানি মৎস্য চাষের জন্যে অত্যন্ত উপযোগী; কিন্তু এখানে আশানুরূপ মাছ উৎপাদন হচ্ছেনা। পুকুরে মাছ চাষ হয় খুব কম। এর অন্যতম কারণ হলো পুকুর-বিল ভরাট হয়ে যাওয়া। এছাড়া বন্যার কারণে চাষীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই মৎস্যচাষে আগ্রহী হচ্ছেননা।
আরও জানানো হয়, সিলেটে মৎস্য বিভাগে লোকবল খুবই কম। স্থানীয় লোক নিয়োগে নিয়োগ প্রক্রিয়া সহজ করেও মানুষকে আকৃষ্ট করা যাচ্ছেনা। তবে লোকবল কম থাকলেও মৎস্য চাষীদেরকে যথাসাধ্য সহায়তা দেওয়া হচ্ছে।
Leave a Reply